২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২ জন হোম কোয়ারেন্টাইনে > ছাড়পত্র পেয়েছেন ৫৪ জন

করোনা প্রতিরোধের সতর্কতা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাঁড়ালো ৯০৯ জনে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ৯০৯ জনের মধ্যে কোয়ারেন্টাইনের সময় সীমা অতিক্রম করায় চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় ৫৪ জনসহ ৪৮৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ফলে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪২৫ জন। হোম কোয়রেন্টাইনে থাকারা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সার্বক্ষণিক পর্যোবেক্ষণে রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৩-২০

,