সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনা টহল > দোকান ও ফার্মেসীতে এঁকে দিচ্ছেন গোলবৃত্ত

চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সোমবার চাঁপাইনবাবগঞ্জ শহরে সেনা সদস্যরা টহল দিয়েছেন।
সকালে শহরের ক্লাব সুপার মার্কেট, নিউমার্কেটসহ গুরুত্বপুর্ণ পয়েন্টে সেনা সদস্যরা করোনা ভাইরাস সর্ম্পকে গণসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষকে ঘরের বাইরে না থাকার আহবান জানিয়ে হ্যান্ডমাইকযোগে প্রচারণার পাশাপাশি মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছেন। সেনা সদস্যরা বিভিন্ন মুদিদোকান ও ফার্মেসীতে মানুষের দূরত্বে অবস্থান করার লক্ষে গোল বৃত্ত এঁকে দিচ্ছেন। দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য মানুষকে অনুরোধ করেন।
এর আগে গতকাল চাঁপাইনবাবগঞ্জ শহরের পাওয়ার হাউস মোড়, পশু হাসপাতাল মোড়, উদয়ন সিমেনা হল মোড় এলাকায় জনসচেতনতা সৃষ্টিসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করেন সেনা সদস্যরা।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনকে সহযোগিতা করতে দেশব্যাপি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন স্বশস্ত্র বাহিনীর সদস্যরা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৩-২০