কিরণগঞ্জ সীমান্তে ২টি ওয়ানস্যুটার গানসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে শনিবার রাতে ২টি ওয়ানস্যুটার গানসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জের জমিনপুর গ্রামের তৈয়মুরের ছেলে সুজন (২৫) একই এলাকার রবিউল ইসলামের ছেলে সেনারুল ইসলাম (২৩) ও মজলুরের ছেলে সেলিম (২৫)।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিরনগঞ্জ এলাকার সীমান্ত পিলার ১৭৯ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর নামক স্থানে বিজিবির একটি দল অভিযান চালায়। অভিযানকালে ২টি ওয়ানস্যুটার গান ও ১ রাউন্ড গুলিসহ সুজন, সেনারুল ও সেলিমকে আটক করা হয়। তিনি জানান, অভিযানের সময় আরো ৩ জন পালিয়ে যায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০২-২০
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিরনগঞ্জ এলাকার সীমান্ত পিলার ১৭৯ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর নামক স্থানে বিজিবির একটি দল অভিযান চালায়। অভিযানকালে ২টি ওয়ানস্যুটার গান ও ১ রাউন্ড গুলিসহ সুজন, সেনারুল ও সেলিমকে আটক করা হয়। তিনি জানান, অভিযানের সময় আরো ৩ জন পালিয়ে যায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০২-২০