আমনুরায় ইট বোঝাই ট্রলি চাপায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাসস্ট্যান্ড এলাকায় ইট বোঝাই ট্রলি চাপায় জাহির নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ নাচোল উপজেলার লক্ষীপুর এলাকার মৃত মো. মহিদুর আলী মন্ডলের ছেলে মাওলানা আবদুল জাহির (৬৫)।
পরিদর্শক
আবদুল হাসান ও নিহত বৃদ্ধর ছেলে জাহিদুর জানান, ৯ ফেব্রুয়ারি রোববার দুপুর
১ টার দিকে আমনুরা বাসস্ট্যান্ডে রাস্তা পার হবার সময় ইট বোজাই ট্রলি
চাপায় গুরুতর আহত হন বৃদ্ধ জাহির। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে
যাবার পথে মারা যান তিনি।
এ ঘটনায় ঘাতক ট্রলি চালককে আটক করে এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-২০