জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিল’র বার্ষিক সাধারণ সভা রূপ নেয় মিলন মেলায়

চাঁপাইনবাবগঞ্জে জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিল এর বার্ষিক সাধারণ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভা রূপ নেয় শিক্ষক কর্মচারীদের মিলন মেলায়।
সংগঠনের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিলের সাধারণ সম্পাদক  আসলাম কবীর, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি হাসানুল মোবিন ও মোজাম্মেল হক।
এসময় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের অব. সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান মাস্টারসহ জেলার বিভিন্ন উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকগণ ও সাধারণ শিক্ষকরা।
সংগঠনের বার্ষিক সাধারণ সভায় শিক্ষা ও শিক্ষকদের করনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায়, বাল্য বিয়ের কারণে বিবাহ বিচ্ছেদ বাড়ছে উল্লেখ করে বাল্য বিয়ে প্রতিরোধে সব শিক্ষক কর্মচারীদের একযোগে কাজ করার আহবান জানানো হয়।
পরে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও একজন প্রয়াত শিক্ষকের পরিবারকে ৮ লাখ ২০ হাজার ৪২০ টাকার চেক প্রদান করা হয়।
বার্ষিক সাধারণ সভাটি পরিচালনা করেন, শিক্ষক মোসলেমা রহমান ও সেরাজুল ইসলাম।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০২-২০