৬০ বছর বয়সী প্যারালাইসিস রোগী নাঈমুলকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চান্দলাই খড়িবোনা ললিত নগর গ্রামের নাঈমুল হক নামের ৬০ বছর বয়সী এক প্যারালাইসিস রোগীকে গত ১২ ডিসেম্বর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

হারিয়ে যাওয়া নাঈমুল চান্দলাই খড়িবোনা ললিত নগর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

নিখোঁজের পর  তাঁর পরিবার অনেক খোঁজাখুঁজির পর গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, নাঈমুল হকের মুখমণ্ডল গোলাকার, গায়ের রং কালো। স্বাস্থ্য মাঝারি, উচ্চতা ৫ ফুট ১ইঞ্চি। তার ডান হাত অকেজো। সে ঠিকমত কথা বলতে পারে না। মাথার চুল সাদা কালো। হারিয়ে যাবার সময় তাঁর পরনে সবুজ কালো চেকের কোট পরিহিত  ছিল। 

নাঈমুল হকের কেউ খোঁজ পেলে গোদাগাড়ী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যবৃন্দ।মোবাইল-০১৩১৩৬৭৩৫৩৭ অথবা ০১৭৪০৯০৪৩৩৭।

,