বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১০ জন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতে পাচারকালে নারী ও শিশুসহ ১০ জনকে উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়াদের মধ্যে ৫ জন নারী, ৪টি শিশু ও ১ জন যুবক রয়েছে।
বিজিবি’র ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম আতিকুর রহমান জানান, ভারতে চাকরীর প্রলোভন দিয়ে ঢাকা থেকে পাচারের উদেশ্যে সংগবদ্ধ পাচারকারী চক্র নারী ও শিশুসহ ১০ জনকে গোমস্তাপুরে নিয়ে আসে। পরে তাদের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পাচারের চেষ্টাকালে ব্যর্থ হয়ে আবারও ফিরে আসে। এসময় আলীনগর নামক স্থানে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের দু’ সদস্য তাদের ফেলে পালিয়ে যায়। পরে নারী ও শিশুসহ ১০ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া নারী ও শিশুদের মধ্যে রয়েছে, নোয়াখালী’র কাদের পুর গ্রামের জাকির হোসেন, খুলনার মোরশেদা বেগম, যশোরের লিপি আনছারি, সুনামগঞ্জে আকলিমা,মরিয়াম, তানজিদা,সানজিদা, কুলছুম নাহার, জুয়েল, ফাতেমা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০২-২০

,