নাচোলে পরীক্ষা কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষককে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভুল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেয়ার দায়ে পরীক্ষা কেন্দ্র সচিবসহ ৪ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী তাদের অব্যাহতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা সুলতানা। গতকাল মঙ্গলবার অব্যাহতি প্রদান করা হয়।
ইউএনও জানান, গত ৩ ফেব্রুয়ারি নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসির পরীক্ষায় ২০২০ সালের প্রশ্নের পরিবর্তে ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়। বিষয়টি জানার পর কেন্দ্র সচিব ও ৩ জন শিক্ষককে অব্যাহতি দিতে বলে রাজশাহী শিক্ষা বোর্ড। ফলে তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি জানান, নাচোল উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদকে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০২-২০

,