শিবগঞ্জে মাদরাসা থেকে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট চৌডালা সড়কে ইজিবাইকের ধাক্কায় রিমন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রিমন কানসাট শিবনারায়ণপুরের মোহাম্মদ মিঠুনের ছেলে ও বিশ্বনাথপুর নূরানী মাদরাসার ছাত্র।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রিমন বিশ্বনাথপুর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হবার সময় একটি দ্রুতগতির ব্যাটারি চালিত ইজিবাইক ধাক্কা দিলে সে গুরুতর আহত। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ইজিবাইক নিয়ে পালিয়ে যায়
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, ইজিবাইক টি আটকের চেষ্টা চলছে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০২-২০

,