সনাতন হিন্দু ধর্মালম্বিদের মহানন্দা স্নান অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোহালবাড়ি ঘাটে সোমবার সনাতন হিন্দু ধর্মালম্বিদের ধর্মীয় উৎসব মহানন্দা স্নান অনুষ্ঠিত হয়েছে। সপ্তমীর পর নবমী তিথিতে পাপ মোচন ও পুণ্যলাভের আশায় সকাল থেকে দেশের বিভিন্ন স্থানের হিন্দু ধর্মালম্বি বিপুল পরিমাণ নারী পুরুষ নদী তীরে এসে ধর্মীয় রীতি নীতি, আচার অনুষ্ঠানের পর মহানন্দায় স্নানে অংশ নেন।
উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী জানান, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের উদ্যোগে বিগত ২৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে মহানন্দা স্নান। মহানন্দা স্নানকে ঘিরে নদীতীরবর্তী এলাকা হিন্দু ধর্মালম্বিদের মিলনমেলায় পরিণত হয়। পূজা অর্চনার পাশাপাশি দিনভর পালাক্রমে অনুষ্ঠিত হয় কীর্তন।
মহানন্দা স্নান উপলক্ষে নদীতীরে বসেছে দিনব্যাপি গ্রামীণ মেলা। মেলায় হিন্দু ধর্মের নানান উপকরণ, প্রসাধনী সামগ্রীসহ মিষ্টি ও খাবারের দোকান বসেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০২-২০
উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী জানান, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের উদ্যোগে বিগত ২৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে মহানন্দা স্নান। মহানন্দা স্নানকে ঘিরে নদীতীরবর্তী এলাকা হিন্দু ধর্মালম্বিদের মিলনমেলায় পরিণত হয়। পূজা অর্চনার পাশাপাশি দিনভর পালাক্রমে অনুষ্ঠিত হয় কীর্তন।
মহানন্দা স্নান উপলক্ষে নদীতীরে বসেছে দিনব্যাপি গ্রামীণ মেলা। মেলায় হিন্দু ধর্মের নানান উপকরণ, প্রসাধনী সামগ্রীসহ মিষ্টি ও খাবারের দোকান বসেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০২-২০