সার্কিট হাউস মোড়ে উল্টে গেল পাথর বাহী ট্রাক
চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কে পাথর বাহী একটি ট্রাক (রাজ মেট্রো-ট-০০৫৫) চলন্ত অবস্থায় হটাৎ উল্টে যায়। সোমবার শহরের সার্কিট হাউস মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা ট্রাকটির এক্সেল ভেঙ্গে পেছনের বাম পাশের একটি চাকা খুলে গেলে চলন্ত ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের হেলাপার সামান্য আহত হলেও রক্ষা পেয়েছে বড় দূর্ঘটনা থেকে।
হটাৎ এমন ঘটনায় আতংকিত হয়ে পড়েন সড়কে চলাচলকারীরা। কিছু সময়ের জন্য সৃষ্টি হয় সামন্য যানজট।
প্রত্যক্ষদর্শীরা ও সদর থানার উপপরিদর্শক(এসআই) নজরুল ইসলাম জানান, ভাগ্যক্রমে বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে চলাচল স্বাভাবিক করে। পাথর আনলোড করে ট্রাকটি সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে বলে জানান উপপরিদর্শক নজরুল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০২-২০
হটাৎ এমন ঘটনায় আতংকিত হয়ে পড়েন সড়কে চলাচলকারীরা। কিছু সময়ের জন্য সৃষ্টি হয় সামন্য যানজট।
প্রত্যক্ষদর্শীরা ও সদর থানার উপপরিদর্শক(এসআই) নজরুল ইসলাম জানান, ভাগ্যক্রমে বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে চলাচল স্বাভাবিক করে। পাথর আনলোড করে ট্রাকটি সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে বলে জানান উপপরিদর্শক নজরুল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০২-২০