ভোলাহাটে শিশু মেলা উদ্বোধন

“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ দিনব্যাপি শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভোলাহাট উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করের  ভোলাহাট উপজেলার পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার রাজিবুল আলম, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজজামান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার এসএম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, যুব অফিসার কামরুজ্জামান সর্দার, গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান মসফিকুল ইসলাম তারা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ও ভোলাহাট উপজেলা প্রশাসনের সহযোগীতায় মেলায় ২২টি স্টল অংশগ্রহণ করে।
 এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

,