নতুন বইয়ের গন্ধ শুঁকে মাতোয়ারা জেলার ৪ লাখ শিক্ষার্থী

নতুন বইয়ের গন্ধ শুকে, ফুলের মত ফুটবো... চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বছরের প্রথম বুধবার নতুন বই পেয়ে এমনই মন কামনা করেছে শিক্ষার্থীরা। পাঠ্যপুস্তক উৎসব হিসেবে ঘোষিত এই দিনে জেলার ৫ উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে প্রায় ৪ লাখ শিক্ষার্থীর মাঝে প্রায় ৩৫ লাখ বই বিতরণ করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ড, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক, সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম।

মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে এবছর ৩ লাখ ৯৬ হাজার ৮৮৩ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩৪ লাখ ৪৭ হাজার ৬২৪ টি বইটি বই বিতরণ করা হয়।
এরমধ্যে মাধ্যমিক শাখায় মোট ১ লক্ষ ৮২ হাজার ৬’শ ৩৮ জন শিক্ষার্থীর হাতে ২৩ লক্ষ ৯০ হাজার ২’শ ৫৩টি বই এবং প্রাথমিক শাখায় ২ লক্ষ ১৪ হাজার ২’শ ৪৫জন শিক্ষার্থীর হাতে ১০ লক্ষ ১৪ হাজার ৫’শ ২৫টি বই এবং ৫৩৮জন আদীবাসী শিক্ষার্থীর হাতে ১০ হাজার ২’শ ৯৩টি বই রয়েছে।
এদিকে কেন্দ্রীয়ভাবে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হলেও জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক আয়োজনে আলাদা আলাদা পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়।
অন্যদিকে আমাদের প্রতিবেদকরা জানান, বর্ণাঢ্য আয়োজনে উপজেলাগুলোতে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে।
শিবগঞ্জ
শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিতরনের মাধ্যমে বই দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে শিবগঞ্জ মডের সরকারী হাইস্কুল মাঠে  শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিমুল আখতারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান প্রমুখ।
প্রধান অথিতি সংসদ সদস্য শিমুল বলেন ‘সরকার শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিয়ে বিনামূল্যে বিতরণের ফলে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী সফলতা আসছে’।
শিবগঞ্জ উপজেলায় মাধ্যমিকে ৫ লাখ ৬২ হাজার ১শ’, দাখিলে ৭৬ হাজার ৪৫০, এবতেদায়ীতে ১ লাখ ৬৯ হাজার ৬৪০টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪৩৫টি বিদ্যালয়ে ৩ লাখ ৬৫ হাজার ২২০ ও প্রাক-প্রাথমিকে ১০ হাজার ৬৯৮টি বই বিতরণ করা হয়।
গোমস্তাপুর
গোমস্তাপুর উপজেলায় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালেয় আয়োজিত উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম. এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
ভোলাহাট
নতুন বছরের প্রথম দিন বুধবার সারা দেশের মত ভোলাহাটেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। ভোলাহাটের কানারহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এসএম মিজানুর রহমান।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুন্নর সভাপতিত্বে বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালায় প্রধান শিক্ষক জাহাঙ্গীর রেজা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-২০

, , ,