জেলায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আগামী ১১’জানুয়ারী রোববার চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৭ হাজার ১৮৮ জন শিশুকে একটি করে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যামপেইন- ২য় পর্যায়ের কর্মসুচি উপলক্ষে রবিবার চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
সভায় জানানো হয়, আগামী ১১ জানুয়ারী জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৭’শ ৫৩ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮২ হাজার ৪’শ ৩৫ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ কাজ করবেন ২ হাজার ৪০২ জন।
জেলার মোট ১ হাজার ২০১টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০১-২০