ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রায় ঘন্টাব্যাপি আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে কয়েক শ’ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুণ্ডু, উপাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সহ-সভাপতি সাব্বির আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ পারভেজ শাহিন।
সমাবেশে বক্তারা ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে বলেন, ধর্ষককে এমন শাস্তি দিতে হবে যেন এমন অপরাধের পূনরাবৃত্তি করতে আর কেউ সাহস না পায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০১-১৯
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুণ্ডু, উপাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সহ-সভাপতি সাব্বির আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ পারভেজ শাহিন।
সমাবেশে বক্তারা ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে বলেন, ধর্ষককে এমন শাস্তি দিতে হবে যেন এমন অপরাধের পূনরাবৃত্তি করতে আর কেউ সাহস না পায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০১-১৯