চরবাগডাঙ্গার জুয়েল ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার ফাটাপাড়া এলাকা থেকে বুধবার ২ হাজার ৬শ’ ২০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে সদর উপজেলার ফাটাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জুয়েল মিয়া (৩৬)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী’র সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাতে সদর উপজেলার ফাটাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ হাজার ৬শ’ ২০ পিস ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০১-২০