চরমোহনপুরে বিস্ফোরকসহ ১৬ জামায়াত-শিবিরকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরের একটি আম বাগানে অভিযান চালিয়ে ১৫ ককটেল ও আধাকেজি গান পাউডারসহ জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী-বড়িপাড়ার মামলত হোসেন, আব্দুল হাদি ওরফে হাবিব, ঘাটিয়ালপাড়ার মোঃ ইব্রাহিম, মিনহাজ উদ্দিন, এহসান আলী ও ইসলাম উদ্দিন, মহাডাঙ্গার মোমিন ইসলাম, তুকমারুল হক ও মাসুদ আলম, চর ইসলামপুরের আব্দুল মালেক, উপর-রাজারামপুরের আব্দুল কাদের, ভবানীপুরের আমিরুল ইসলাম ও মফিজুর রহমান, কালিনগরের ইসরাফিল হক, চরমোহনপুরের ফারুক হোসেন, মোহনপুরের শহাজাহান আলী।
সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্ততে চরমোহনপুরের একটি আম বাগানে অভিযান চালানো হয়। এ সময় জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করা হয়। অভিযানে ১৫ টি ককটেল ও আধাকেজি গান পাউডার জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০১-২০