গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দু’ মটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের আইউব আলীর ছেলে হাবিবুর (৩৮) ও সাইফুল ইসলামের ছেলে মোজাহার (৩৫)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, হাবিবুর ও মোজাহার মটরসাইকেলযোগে রহনপুর আসার পথে মাদ্রাসা মোড়ের কাছে আড্ডাগামী একটি চালবাহী ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের নিচে পড়ে যায়। এতে দু’জন মারাত্মকভাবে আহত হয়। ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা যায়।
দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০১-২০
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, হাবিবুর ও মোজাহার মটরসাইকেলযোগে রহনপুর আসার পথে মাদ্রাসা মোড়ের কাছে আড্ডাগামী একটি চালবাহী ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের নিচে পড়ে যায়। এতে দু’জন মারাত্মকভাবে আহত হয়। ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা যায়।
দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০১-২০