ধর্মনিরপেক্ষতা শিখতে হলে নজরুলের কাছে যেতে হবে- শুরু হলো তিন দিনব্যাপি জাতীয় নজরুল সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপি জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় কবি নজরুল ইনস্টিটিউট এই সম্মেলনের আয়োজন করেছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়েল সংগীত বিভাগের শিক্ষক ড. অসিত রায়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুণ্ড, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, রাজশাহীর শাহমখদুম কলেজের সাবেক অধ্যক্ষ ড. তশিকুল ইসলাম রাজা, অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ জামান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে এমন কবি বিরল যিনি কীর্তণ লিখেছেন, একই সঙ্গে তিনি কালেমা শাহাদাত নিয়েও লিখেছেন। আল্লাহ এবং রাসুলকে নিয়ে লিখেছেন।
এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, তিন দিনের এই সম্মেলনে তথ্যচিত্র প্রদর্শন, কবিতা পাঠ, নৃত্য ও সংগীত পরিবেশন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০১-২০