শিবগঞ্জে দুই আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকালে উপজেলার কয়লাগ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শিবগঞ্জের চৌধুরীবাগান-বেকির মোড়েরর সাইদুল ইসলামের ছেলে আকাশ ওরফে আনোয়ার (২২) ও বাশমহল গ্রামের সারমানের ছেলে আল আমিন(৩০)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়লাগ্রামের একটি আমবাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ছয় রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগজিনসহ আকাশ ও আল আমীনকে আটক করা হয়। একইসঙ্গে তাদের কাছে থাকা দুটি মুঠোফোন ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।
অস্ত্র আইনে মামলা দায়েরের পর আকাশ ও আল আমীনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-২০
আটককৃতরা হলেন শিবগঞ্জের চৌধুরীবাগান-বেকির মোড়েরর সাইদুল ইসলামের ছেলে আকাশ ওরফে আনোয়ার (২২) ও বাশমহল গ্রামের সারমানের ছেলে আল আমিন(৩০)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়লাগ্রামের একটি আমবাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ছয় রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগজিনসহ আকাশ ও আল আমীনকে আটক করা হয়। একইসঙ্গে তাদের কাছে থাকা দুটি মুঠোফোন ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।
অস্ত্র আইনে মামলা দায়েরের পর আকাশ ও আল আমীনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-২০