থার্টি ফার্স্ট নাইটে রিকশা চালকদের কাছে কম্বল নিয়ে হাজির ডিসি

পৌষের শীতে তখন কাঁপছে শহর। এমন সময়ই ভালোবাসার উষ্ণতা ছাড়াতে কম্বল নিয়ে রিকশা চালকদের কাছে হাজির স্বয়ং জেলা প্রশাসক। একে একে গায়ে জড়িয়ে দিলেন কম্বল। এভাবেই নতুন বছর শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। উন্মাদনা নয়, বরং ভালোবাসার এমন নজির রেখে বছর শুরু ঘটনা এখন চাঁপাইনবাবগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে জেলা শহরের সদর ঘাট এলাকায় ১৭০ জন রিকশা চালককে দেয়া হয় কম্বল।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মংচিংনু মারমা, নবাবগঞ্জ রিক্সা চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সাভাপতি মোঃ মাইজুল ইসলাম. সাধারণ সম্পাদক মোঃ  জাহাঙ্গীর আলম শুকুর।
পরে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, ২০২০ সাল হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর। বছরের একেবারে সূচনালগ্নে শ্রমজীবী শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে। ২০২১ সালে হত দরিদ্র মানুষ আর থাকবে না। সরকারের লক্ষ্য হচ্ছে পিছিয়ে পড়া সবাইকে এগিয়ে নিতে আমাদের কাজ করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-২০