বহরমে ইভটিজিং-এর ঘটনায় যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোডাপাখিয়া ইউনিয়নের বহরম এলাকায় ইভটিজিং এর ঘটনাকে ঘিরে প্রতিপক্ষের ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে গোলাপ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত গোলাপ বহরম (হঠাৎপাড়া) এলাকার ফড়িংয়ের ছেলে।
স্থানীয়রা জানায়, বহরম এলাকার ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্যক্ত করার ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার কোন অভিযোগ না করলেও স্থানীয় কামাল গ্রুপ ও ফকির গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পরে। এই দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বহরম প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রতিপক্ষের ছোড়া ককটেল গোলাপের কোমরে বিষ্ফোরণ হলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে গোলাপ মারা যায়।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করেনি। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-১৯