শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তলসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকা থেকে বৃহস্পতিবার ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিন ও ১২রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে গোমস্তাপুরের ফকির পাড়ার ফিটু মিয়া’র ছেলে ফয়সাল আলী (১৯)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে  র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ, পিপিএম এর নেতৃত্বে¡ শিবগঞ্জে মুসলিমপুরের একটি আমবাগানের সামনে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিন ও ১২রাউন্ড গুলিসহ ফয়সালকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-১৯