শিবগঞ্জে সিএনজির ধাক্কায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিএনজির ধাক্কায় জনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মাহাবুল নামে আরও এক যুবক। নিহত জনি ছত্রাজিপুর ইউনিয়নের বহালাবাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে। শুত্রকার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহদিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, জনি ও তার সহযোগি মাহাবুল মোটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজার যাচ্ছিল। মহদিপুর এলাকায় পৌঁছে মোটরসাইকেল দাড় করিয়ে একজন ভুটভুটি চালকের সঙ্গে কথা বলার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় কানসাট থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজি তাদের চাপা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই মারা যান জনি। গুরুত্বর আহত হন তার সহযোগি মাহাবুল। স্থানীয়রা আহত মাহাবুল কে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, নিহত জনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক সিএনজিসহ চালক কে আটকের চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৯
প্রত্যাক্ষদর্শীরা জানায়, জনি ও তার সহযোগি মাহাবুল মোটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজার যাচ্ছিল। মহদিপুর এলাকায় পৌঁছে মোটরসাইকেল দাড় করিয়ে একজন ভুটভুটি চালকের সঙ্গে কথা বলার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় কানসাট থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজি তাদের চাপা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই মারা যান জনি। গুরুত্বর আহত হন তার সহযোগি মাহাবুল। স্থানীয়রা আহত মাহাবুল কে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, নিহত জনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক সিএনজিসহ চালক কে আটকের চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৯