কানসাট থেকে ভারতীয় তামাকপাতা ও বিড়ির মসলাসহ ৪ জন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কানসাট এলাকা থেকে শুক্রবার ৪ শ’ ০১ কেজি ভারতীয় তামাকপাতা ও   ২শ’ ৭২ কেজি বিড়ি তৈরীর মসলাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় ১ টি মোটরসাইকেল ও ১টি নছিমন (ভটভটি) আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে শিবগঞ্জে পারচৌকা গ্রামের সেত্তাজ আলীর ছেলে আবু বক্কর (৩৬), শিবগঞ্জে মুন্সিপাড়ার এলাকার মুকুল হোসেনের ছেলে দবির মিয়া (৩৪) ও শ্যামপুর সাহাপাড়ার জদুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৩৭), একই এলাকার আব্দুল কুদুসের ছেলে কালাম (৪০)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি টহল দল শিবগঞ্জে কানসাট এলাকায় অভিযান চালায়।  অভিযানে ৪ শ’ ০১ কেজি ভারতীয় তামাকপাতা ও  ২শ’ ৭২ কেজি বিড়ি তৈরীর মসলাসহ ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায়
শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৯

,