হরিপুরে ৯০ জনের মাঝে কোরআন শরীফ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুরে পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রমের আওতায় ৯০ জন শিক্ষার্থী মাঝে কোরআন শরীফ প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে আল-হেরা ফাউন্ডেশনের আয়োজনে হরিপুর বোর্ড ঘর ঈগদাহ ময়দানে কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ সুচনা উপলক্ষে ৯০ জনের মাঝে কোরআন বিতরণ করেন সংসদ সদস্য হারুনুর রশীদ।
আল-হেরা ফাউন্ডেশন আয়োজিত এক ইসলামী মাহফিলে বক্তব্য রাখেন, টাউন জামে মসজিদেও ইমাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আল-হেরা ফাউন্ডেশনের সভাপতি ইসমোতুল্লাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক কাজল, বিএনপি নেতা এ্যাড ময়েজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান,সাবেক কাউন্সিলর হাসান আলী।
মাহফিলে ৯০ দিনের কোরআন শিক্ষা কার্যক্রমের ৭তম ব্যাচের ৯০ জন বিভিন্ন বয়সী মানুষের মাঝে  এই কোরআন শরীফগুলো প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১২-১৯