আমনুরায় রবি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ররি হত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে নিহত ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি’র পরিবারের সদস্যসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নিহত রবি’র মা উমেসা বেগম, স্ত্রী রুমি বেগম, জেসমিন বেগম, সাবেক ইউপি সদস্য মাহতাব উদ্দীন, এ্যাডভোকেট সাগর আলী চৌধুরী, নিহতের বোন শিল্পী বেগম,নিহতের ছেলে ফয়সাল আলি।
সমাবেশে বক্তারা রবি হত্যাকারিদের বিচার সুনিশ্চিত করার দাবি জানান।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা বাইপাস সড়কে ১৫/২০ জনের দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রবিউল ইসলাম রবিকে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পরের দিন হত্যা মামলা দায়ের হয়। এ মামলায় পুলিশ এ পর্যন্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১২-১৯