অতিরিক্ত দামে লবন বিক্রির অভিযোগে ১১ জনকে অর্থদন্ড


চাঁপাইনবাবগঞ্জে গুজবকে কেন্দ্র করে অতিরিক্ত দামে লবন কেনাবেচার  অভিযোগে রাত ৮ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলায় ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ১১ জন ও শিবগঞ্জে ২জন রয়েছে।

রাতে চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজারে সামনে ১১ জনকে ৪০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্য শামসুল আলন জানান, শিবগঞ্জে ২ জনকে আটক করা হয়েছে।
এদিকে গুজবকে রুখতে চাঁপাইনবাবগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার ও সদর থানার পক্ষে থেকে শহরে মাইকে করে প্রচার চালানো হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ বাজারে অভিযান চলছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক কোনো প্রকার গুজবে কান না দিতে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জেলায় পর্যাপ্ত পরিমাণ লবণ মজুদ রয়েছে। কাজেই এক সপ্তাহের প্রয়োজনের বেশি লবণ কেউ যেন না কিনে এবং গুজবে কেউ যেন কান না দেয় সে আহ্বানও জানান তারা। একই সঙ্গে গুজব সৃষ্টিকারী এবং গুজবের সুযোগে কোনো ব্যবসায়ী যদি লবণের দাম বেশি নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন।
 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-১৯