গোমস্তাপুরে ৩টি বিদেশী পিস্তলসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার চৌডালা ব্রীজ এলাকা থেকে সোমবার ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান স্যুটারগান, ৭ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিনসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে -গোমস্তাপুরে দোশীমানি কাঁঠাল পাড়ার আব্দুল শুকুদ্দি’র  ছেলে আব্দুস সামাদ(৩০)। অভিযানেকালে একটি ইজিবাই জব্দ করা হয় ।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার রাতে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল গোমস্তাপুর-কানসাটগামী রাস্তার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। সন্ধ্যায় চৌডালা এলাকার একটি ভাতের হোটেলের সামনে দুইজন লোকের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক হলে তাদের চ্যালেঞ্জ করে র‌্যাবের সদস্যরা

। এ সময় একজন পালিয়ে গেলেও আব্দুস সমাদকে ইজিবাইকসহ র‌্যাব সদস্যরা আটক করে। পরে ওই ইজিবাইকের চালকের সিটের বামপাশে পেয়ারাসহ একটি ক্যারেটের ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র‌্যাব জানায় আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-১৯

,