নতুন আইনের বিরোধিতায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ
নতুন সড়ক পরিবহন আইনের বিরোধিতা করে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। এর ফলে মঙ্গলবার সকাল থেকে আন্তঃজেলা ও উপজেলা রুটে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রাক চলাচল করছে স্বাভাবিকভাবেই।
বাস পরিবহন শ্রমিকরা জানান, নতুন আইনে শাস্তির মাত্রা বাড়িয়ে দেয়ার কারণে তারা নিজেরাই বাস চালানো থেকে বিরত আছেন। নতুন আইন তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সোমবার কোনো কোনো রুটে চলাচল করলেও, মঙ্গলবার পুরোপুরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। শ্রমিকদের অঘোষিত কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁসহ চাঁপাইনবাবগঞ্জে অভ্যন্তরীন সট রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস।
বাস চালক মোহাম্মদ বকুল জানান, নতুন যে আইন করেছে সরকার এতে কেউ গাড়ি চালাতে পারবে না। কারণ এই আইনে শাস্তি অনেক বেশি। এই আইন সংশোধন না করলে গাড়ি চালাবেন না বলেও জানান তিনি।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম জানান, বাস বন্ধের ব্যাপারে সাংগঠনিক কোনো সিদ্ধান্ত হয়নি। চালকরা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এদিকে বাস বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে দেখা গেছে। শহরের বিশ্বরোড মোড়ে অপেক্ষারত শিবগঞ্জ ও রানীহাটি এলাকার আল আমিন ফিরোজ, আসাদ জানান, প্রায় পৌনে এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন তিনি। রাজশাহী যাওয়ার যানবাহন পাচ্ছেন না।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-১৯
বাস পরিবহন শ্রমিকরা জানান, নতুন আইনে শাস্তির মাত্রা বাড়িয়ে দেয়ার কারণে তারা নিজেরাই বাস চালানো থেকে বিরত আছেন। নতুন আইন তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সোমবার কোনো কোনো রুটে চলাচল করলেও, মঙ্গলবার পুরোপুরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। শ্রমিকদের অঘোষিত কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁসহ চাঁপাইনবাবগঞ্জে অভ্যন্তরীন সট রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস।
বাস চালক মোহাম্মদ বকুল জানান, নতুন যে আইন করেছে সরকার এতে কেউ গাড়ি চালাতে পারবে না। কারণ এই আইনে শাস্তি অনেক বেশি। এই আইন সংশোধন না করলে গাড়ি চালাবেন না বলেও জানান তিনি।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম জানান, বাস বন্ধের ব্যাপারে সাংগঠনিক কোনো সিদ্ধান্ত হয়নি। চালকরা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এদিকে বাস বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে দেখা গেছে। শহরের বিশ্বরোড মোড়ে অপেক্ষারত শিবগঞ্জ ও রানীহাটি এলাকার আল আমিন ফিরোজ, আসাদ জানান, প্রায় পৌনে এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন তিনি। রাজশাহী যাওয়ার যানবাহন পাচ্ছেন না।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-১৯