ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত জনগোষ্ঠীর সাথে সরকারি কর্মকর্তাদের এ্যাডভোকেসি সভা

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত জনগোষ্ঠীর সাথে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা এ্যাডভোকেসী ফ্লাটফর্মের আয়োজনে এবং এনএনএমসি ফাউন্ডেশনের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
প্লাটফর্মের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমার সভপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও,  অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, নবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, হেড কিপার বাংলাদেশের অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল, এনএনএমসি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর নুরল আলম শুভ, আদিবাসী নেত্রী বিচিত্রা তিরখি, রঞ্জনা বর্মণ, হিংগু মূর্ম,  হরিজন নেতা রুবেল প্রমুখ।
সভায় দলিত, হরিজন, আদিবাসীদের শ্মশান/কবরস্থান, জমি বেদখল, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা থেকে বঞ্চিত হবার কথা উঠে আসে এবং এসব সমস্যা সমাধানে প্রশাসন থেকে সহযোগিতার আশ^াস দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৯