জলবায়ু অর্থায়নে অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সনাকের মানববন্ধন

স্পেনের রাজধানী মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সচেতন নাগরিক কমিটি ও টিআইবি’র ইয়েস গ্রুপের সদস্যরা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সনাক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা, সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপী, সদস্য রাইহানুল ইসলাম লুনা, গৌরি চন্দ সিতু, নিকোলাস মুরমু।
সমাবেশে বক্তারা কপ-২৫ সম্মেলনে বাংলাদেশ কর্তৃক উত্থাপনযোগ্য এবং বাংলাদেশ সরকারের করণীয় শীর্ষক ১১ দফা দাবি তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৯