শুরু হলো আমন ধান সংগ্রহ অভিযান চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে অভ্যান্তরিণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবছর উন্মুক্ত লটারি পদ্ধতিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হচ্ছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য গোডাউনে  ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম।
উদ্বোধনী দিনে ৯ জন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হয়। বাকি ১ হাজার জনের কাছ থেকে আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্তÍ ধান সংগ্রহ করা হবে। 
অনুষ্ঠানে জানানো হয়, এবছর স্বচ্ছতার জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে ১ হাজার ৯ জনের কাছ থেকে মোট ১ হাজার ৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এবার মন প্রতি ১ হাজার ৪০ টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৯