চক্ষু হাসপাতালে দেয়া হলো বিনামূল্যে চিকিৎসা সেবা

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি জেলার দরিদ্র অসহায় মানুষদের চোখের আলো ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলামের সভাপতিত্বে  চক্ষু হাসপাতাল চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি সাংগঠনিক সম্পাদক মেজর অব. আমিনুল ইসলাম, বৃহত্তর রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি সভাপতি ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, ডা.  গোলাম রাব্বানী, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, আওয়ামীলীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি, ইঞ্জিনিয়ার ইকবালসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপস্থাপনা করেন আনোয়ারুল হক আনোয়ার।
বিনামূল্যে চক্ষু শিবিরে জেলার প্রায় ১ হাজার রোগীর চিকিৎসা, ঔষধ ও ছানি অপারেশনের ব্যবস্থা নেয়া হয়।
উল্লেখ্য, গত বছর ৯’শ ৫৬ জনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-১৯