কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী স্মরণে সংগীত সন্ধ্যা

কিংবদন্তী সংগীত শিল্পী সুবীর নন্দী স্মরণে সংগীত সন্ধ্যা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এই সংগীত সন্ধ্যায় প্রয়াত সুবীর নন্দীর গান পরিবেশন হয়। অনুষ্ঠানের শুরুতে কিংবদন্তী সংগীত শিল্পী সুবীর নন্দী স্মরণে এক মিনিট নিরবতা পালন। মোমবাতি প্রজ্জলন করেন অতিথিবৃন্দ।
সংগীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল, কবি এনামুল হক তুফান, অধ্যাপক অব. আজিজুর রহমান, বাংলাদেশ বেতার শিল্পী ও উত্তরায়ন শিল্পী গোষ্ঠির পরিচালক এবং জেলা শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক মো. আলাউদ্দিন, সংস্কৃতিমনা গৌরি চন্দ সিতুসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য গোলাম ফারুক মিথুন।
এসময় জেলার সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশ নেয়। সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী, জেলা শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক মো. আলাউদ্দিন, শান্তনা সাহা, সাদরুল ইসলাম তাজ, সোনিয়া, আব্দুস সালাম, সেলিম রেজা, শাহরিয়ার ওদুদ, হাসানুজ্জামান, সুমন মাহমুদ, উত্তম দাস. নিরব কুমার ও কবির হোসেন। উল্লেখ্য, কিংবদন্তী সংগীত শিল্পী সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর সিলেট জেলার হবিগঞ্জে জন্মগ্রহণ করেন এবং এবছর ৭মে কিংবদন্তী সংগীত শিল্পী সুবীর নন্দী ইহোলোক ত্যাগ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-১৯