জেলা যুবজোটের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কর্ণেল তাহের সংসদের জেলা সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, নারী জোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ, রাজশাহী কলেজ শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি এসএম আরব আলী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন বলেন, ‘দেশের যে উন্নয়ন হয়েছে তা যেন দুর্নীতিবাজদের কারণে ম্লান না হয়ে যায়, সেদিকে দৃষ্টি রাখতে হবে’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানের প্রতি জাসদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ অভিযানে প্রমানিত, দুর্নীতিবাজরা যতই ক্ষমতাধর হোক না কেন তারা কেউই আইনের উর্দ্ধে নয়’।
সম্মেলনে বক্তারা সকল ভেদাভেদ ভূলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৯
জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কর্ণেল তাহের সংসদের জেলা সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, নারী জোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ, রাজশাহী কলেজ শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি এসএম আরব আলী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন বলেন, ‘দেশের যে উন্নয়ন হয়েছে তা যেন দুর্নীতিবাজদের কারণে ম্লান না হয়ে যায়, সেদিকে দৃষ্টি রাখতে হবে’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানের প্রতি জাসদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ অভিযানে প্রমানিত, দুর্নীতিবাজরা যতই ক্ষমতাধর হোক না কেন তারা কেউই আইনের উর্দ্ধে নয়’।
সম্মেলনে বক্তারা সকল ভেদাভেদ ভূলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৯