মাদক মামলায় দুই জনের ১৪ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় দুই জনের ১৪ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া ফেনসিডিল ব্যবসায় ব্যবহৃত জব্দকৃত একটি প্রাইভেট কার রাষ্ট্রের অনুকুলে বাজেযাপ্ত করা হয়েছে।
বুধবার  দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ষ্পোশাল ট্রাইবুনাল-২ এর বিচারক শওকত আলী দন্ডিতদের অনুপস্থিতিতে এই আদেশ দেন।
দন্ডিতরা হলেন, রাজশাহীর রাজপাড়া থানার কাজীহাটা গ্রামের সাজাহান আলীর ছেলে ডলার (৩৫) ও মতিহার থানার চরখিদিরপুর গ্রামের (বর্তমান-রাজশাহীর রাজপাড়া থানার কালিগঞ্জ গ্রাম) এমরান আলীর ছেলে আকাশ আলী (৪৫)।
এামলার সংক্ষিপ্ত বিবরণ ও ট্রাইবুনাল সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ১১ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভেরেন্ডি বাজার এলাকায় ধাওয়া করে ৬শ’ বোতল ফেনসিডিল বোঝাই একটি প্রাইভেট কার (রাজ মেট্রে-গ-১১-০০০৪) আটক করে নাচোল থানা পুলিশ। তবে এসময় কার চালক,ফেনসিডিল মালিকসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন কার ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ১২ অক্টোবর নাচোল থানায় মামলা হয়।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ট্রাইবুনালে চার্যশীট দাখিল করেন।
৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর ট্রাইবুনাল এই দন্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৯