জেলা সদরে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলো টিসিবি’র পেঁয়াজ
অস্থিতিশীল পেঁয়াজের বাজার সহনীয় রাখতে অবশেষে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে টিসিবি’র পেঁয়াজ বিক্রি। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবি’র পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, টিসিবির কর্মকর্তারা।
জেলা প্রশাসক জানান, বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় বুধবার থেকে ট্রাকে করে টিসিবি’র পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবি’র পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন একজন ভোক্তা প্রতিদিন সবোর্চ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন টিসিবির পেঁয়াজ। এতে করে দ্রুতই পেয়াঁজের দাম নিয়ন্ত্রণে আসবে বলেও জানান জেলা প্রশাসক।
এদিকে, প্রথমদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পেঁয়াজ কিনতে দেখা গেছে সবস্থরের মানুষদের।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে ২ শ টাকা থেকে ২ শ ২৫ টাকা দরে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রয় হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৯
জেলা প্রশাসক জানান, বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় বুধবার থেকে ট্রাকে করে টিসিবি’র পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবি’র পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন একজন ভোক্তা প্রতিদিন সবোর্চ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন টিসিবির পেঁয়াজ। এতে করে দ্রুতই পেয়াঁজের দাম নিয়ন্ত্রণে আসবে বলেও জানান জেলা প্রশাসক।
এদিকে, প্রথমদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পেঁয়াজ কিনতে দেখা গেছে সবস্থরের মানুষদের।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে ২ শ টাকা থেকে ২ শ ২৫ টাকা দরে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রয় হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৯