ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম পন্থা” এই শ্লোগানকে সামনে রেখে  বুধবার চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, ট্রাষ্ট ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যাবস্থাপক আব্দুস সোবহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক ছাবের আলী।
এর আগে অগ্নি নির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়। সভা শেষে, কৃতিত্বপূণ্য অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে মনোনীত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৩ ফায়ারম্যানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১১-১৯