জেলায় কাব স্কাউটিং সম্প্রসারণে গবেষণা বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

কাবিং সম্প্রসারণে জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা আজ চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের কমিশনার ড. চিত্রলেখা নাজনিন। কর্মশালায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক গোলাম রশিদ।  এতে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার উপজেলা স্কাউটসের কমিশনার, স্কাউটস লিডার, কাব লিডার মিলিয়ে ৪০ জন অংশ নেন।
কর্মশালায় জনকল্যাণসহ সামাজিক কর্মকান্ডে কাবিং কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে চাঁপাইনবাবগঞ্জ স্কাউটের কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. চিত্রলেখা নাজনিনের বদলীজনিত প্রস্থান উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রশাসন ও স্কাউটস’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১০-১৯