বিশ্ব খাদ্য দিবস পালিত
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভাসহ জেলা প্রশাসন, কৃষি ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ কৃষকরা অংশ নেন।
আলোচনা শেষে ইঁদুর নিধন বিষয়ক স্টলে ইদুর নির্ধন কর্মসুচির উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১০-১৯
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভাসহ জেলা প্রশাসন, কৃষি ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ কৃষকরা অংশ নেন।
আলোচনা শেষে ইঁদুর নিধন বিষয়ক স্টলে ইদুর নির্ধন কর্মসুচির উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১০-১৯