রামচন্দ্রপুর হাট থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মিজান ও সজিব নামের দু’ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১০ হাজার ২২৫ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। আটক দু’জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম কোকাপাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৫) ও পুরানটোলা গ্রামের জাকারিয়ার ছেলে সজীব আলী (১৯)।
র্যাব এক সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে রামচন্দ্রপুর গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালায়। এসময় ইয়াবাসহ মিজান ও সজিবকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১০-১৯
র্যাব এক সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে রামচন্দ্রপুর গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালায়। এসময় ইয়াবাসহ মিজান ও সজিবকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১০-১৯