শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহবান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার আহবানের মধ্য দিয়ে চাঁপাইনবাববগঞ্জে উদযাপিত হয়েছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শনিবার দিনভর বর্ণাঢ্য নানান আয়োজনে উদযাপিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী।
বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়স্থ বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহর ঘুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শিল্পকলা একাডেমি চত্বরে কবুতর ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য প্রফেসর ড. হাফিজ মোঃ হাসান বাবু।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. শামীমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদেও প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ড, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এবিএম রাশেদুল হাসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৎ যোগ্য এবং নিজকে একজন ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার আহবান জানান। সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, চাঁপাইনবাবগঞ্জে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে  উপস্থিত ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাহরিয়ার কবীর, কৃষি অনুষদের ডীন ড. দেলোয়ার হোসেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের প্রধান ড. আশরাফুল আরিফ, আইন অনুষদের প্রধান এসএম শহীদুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি বৃন্দ্ব।
আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সোহেল আল বেরুনী। প্রতিষ্ঠা বার্ষিকীর নানান আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছিল প্রাণবন্ত উপস্থিতি।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১০-১৯