কমিউনিটি পুলিশিং ডে পালিত
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন রং-বেরং এর ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড নিয়ে এক বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা মিলিত হয়।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সামিউল হক লিটন, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কমিউনিটি পুলিশিং ডে’র প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন।
র্যালীতে কমিউনিটি পুলিশিং এর ওয়ার্ড কমিটি, শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এর আগে, দিবসটি উপলক্ষে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১০-১৯
সকাল ১০ টায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন রং-বেরং এর ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড নিয়ে এক বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা মিলিত হয়।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সামিউল হক লিটন, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কমিউনিটি পুলিশিং ডে’র প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন।
র্যালীতে কমিউনিটি পুলিশিং এর ওয়ার্ড কমিটি, শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এর আগে, দিবসটি উপলক্ষে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১০-১৯