পুরাতন বাজারে প্রশাসনের অভিযানে পেঁয়াজের দাম কমল কেজি প্রতি ১৫ টাকা
খুচরা ও পাইকারী বাজারে হটাৎকরে পেঁয়াজের দাম বৃদ্ধির পেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারে মঙ্গলবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পর পেঁয়াজের পাইকারি দর এক লাফে দাম কমেছে প্রতি কেজিতে ১৫ টাকা করে।
বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাজার পুরাতন বাজারস্থ পেঁয়াজের পাইকারী বাজারে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৭০ টাকা কেজি দরে। সেই দামেই পেঁয়াজ কিনছিলেন খুচরা ব্যবসায়ীরা। কিন্তু অভিযান শুরু পর পাইকারি ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেওয়ার জন্য সতর্ক করেন। এরপরই আগের মূল্য অর্থাৎ ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়।
অভিযানকালে খুচরা ব্যবসায়ীরা জানান, সোমবার এবং মঙ্গলবার সকালেও তারা পাইকারি বাজার থেকে ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলেন। কিন্তু অভিযানের পর এক লাফে ১৫ টাকা কমে গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করলে তারা নিজ থেকে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাজকির উজ জামান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়। এই অভিযান জেলা অন্যান্য উপজেলাতেও পরিচাতি হচ্ছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
এদিকে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট বাজারে মূল্য তালিকা না থাকায় ৩ টি মুদি দোকান দারকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন কর্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১০-১৯
বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাজার পুরাতন বাজারস্থ পেঁয়াজের পাইকারী বাজারে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৭০ টাকা কেজি দরে। সেই দামেই পেঁয়াজ কিনছিলেন খুচরা ব্যবসায়ীরা। কিন্তু অভিযান শুরু পর পাইকারি ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেওয়ার জন্য সতর্ক করেন। এরপরই আগের মূল্য অর্থাৎ ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়।
অভিযানকালে খুচরা ব্যবসায়ীরা জানান, সোমবার এবং মঙ্গলবার সকালেও তারা পাইকারি বাজার থেকে ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলেন। কিন্তু অভিযানের পর এক লাফে ১৫ টাকা কমে গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করলে তারা নিজ থেকে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাজকির উজ জামান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়। এই অভিযান জেলা অন্যান্য উপজেলাতেও পরিচাতি হচ্ছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
এদিকে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট বাজারে মূল্য তালিকা না থাকায় ৩ টি মুদি দোকান দারকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন কর্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১০-১৯