শুক্রবার একবেলা বিদ্যুৎ থাকবে না চাঁপাইনবাবগঞ্জজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরসহ অন্যান্য উপজেলা আগামী শুক্রবার সকাল থেকে দুপুর পর্যান্ত বিদ্যুৎহীন থাকবে।
চাঁপাইনবাবগঞ্জে বিক্রয় ও বিতরন বিভাগ-১ নেসকো লিঃ তাদের এক দপ্তারাদেশে জানিয়েছে, পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) কর্তৃক রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ ইন-আউট এবং ১৩২ কেভি সঞ্চালন লাইনের কাজ শেষ হয়েছে। রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ  এবং রাজশাহী- আমনুরা সঞ্চালন লাইনের সাথে নবনির্মিত সঞ্চালন লাইনের  সংযোগ স্থাপন করা হবে এবং অপটিকাল ফাইভার কেবল (ওপিজিডাব্লু) সংযোগও স্থাপন হবে শুক্রবার। এজন্য ওই দিন সকাল ৭ থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী-আমনুরা এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সঞ্চালন লাইন বন্ধ থাকবে।
মূল সঞ্চালন লাইন বন্ধ থাকার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের হরিপুর গ্রীড থেকে ৩৩ কেভি লাইনের আওতায় নেসকো লিঃ এর বিক্রয় ও বিতরন বিভাগ-১ ও বিক্রয় ও বিতরন বিভাগ-২ এর সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সংবাদ বিজ্ঞপ্তিতে দু’ বিভাগের নির্বাহী প্রকৌশলী জরুরী কাজের স্বার্থে বিদ্যুৎ বন্ধ রাখতে হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৯-১৯