৫৬০ বস্তা চালসহ বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আওয়ালীগ নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৫৬০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ডিলারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের চকঝগড়– এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রি না করে চেয়ারম্যানের বাড়িতে মজুদ করা হয়েছে -এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১১টার দিকে অভিযান চালায়। এ সময় চেয়ারম্যানের বাড়ির দু’টি ঘর থেকে ৫৬০ বস্তা চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করা হয় এবং চেয়ারম্যান তরিকুল ইসলাম ও চাল বিক্রির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জজ গ্রেফতার করা হয়।
এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম বাদী হয়ে বুধবার মামলা দায়ের করলে দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৯-১৯
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রি না করে চেয়ারম্যানের বাড়িতে মজুদ করা হয়েছে -এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১১টার দিকে অভিযান চালায়। এ সময় চেয়ারম্যানের বাড়ির দু’টি ঘর থেকে ৫৬০ বস্তা চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করা হয় এবং চেয়ারম্যান তরিকুল ইসলাম ও চাল বিক্রির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জজ গ্রেফতার করা হয়।
এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম বাদী হয়ে বুধবার মামলা দায়ের করলে দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৯-১৯