উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে ছাত্রলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ্যাড. নজরুল ইসলামকে বিজয়ী করতে শুক্রবার মত বিনিময় সভা করেছে ছাত্রলীগ।
চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে ছাত্রলীগ সরকারি কলেজ, সদর উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ সভাপতি রুহুল আমীন, দলীয় প্রার্থী এ্যাড. নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আবু সুফিয়ান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, শ্রমিক লীগের আহবায়ক শহিদুল ইসলাম রানা, তাতী লীগের সদস্য সচিব আব্দুর রাকিব।
সভায় আগামী ১৪ অক্টোবর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রলীগের প্রতিটি স্তরের নেতাকর্মীকের একযোগে কাজ করার আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৯

,