চেয়ারম্যানে তিনজনই বৈধ > দু’ পুরুষ ও এক মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আজ মনোনয়ন পত্র বাছাই করা হয়েছে। পুরুষ  ও মহিলা মিলিয়ে ৩ ভাইস চেয়ারম্যানের মনোনয়ন বাতিল হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়ন পত্র বাছাইয়ে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার কাইসার রহমানসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।
বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড নজরুল ইসলাম, ধানের শীষ প্রতিকের প্রার্থী তসিকুল ইসলাম তসি ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান তোতার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন যুবলীগ নেতা শাহনেওয়াজ দুলাল ও বিএনপি নেতা নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলেজ শিক্ষক দিলশাদ তাহমিনা বেগমের মনোয়ন পত্র বাতিল করা হয়।
নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের জেলা রির্টানিং কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন।
আগামী ১৪ অক্টোবর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৯-১৯

,