দলীয় প্রার্থীর বাইরে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত আওয়ামী লীগের

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে অন্যকোনো প্রার্থীর পক্ষে কাজ করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসির হাসপাতাল রোডস্থ বাসায় জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ সভাপতি রুহুল আমীন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজানের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা দলের কোন পদ পদবিতে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল স্তুরের নেতৃবৃন্দকে স্বতন্ত্র প্রার্থীর প্রচার প্রচারণায় অংশ না নেয়ার অনুরোধ জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ যারা নৌকা প্রতীকের বাইরে অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৯-১৯